ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ফের ট্রেন লাইনচ্যুত, আহত ৫০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
উত্তর প্রদেশে ফের ট্রেন লাইনচ্যুত, আহত ৫০ ট্রেন লাইনচ্যুত

চারদিনের মাথায় ভারতের উত্তর প্রদেশে আবারও ট্রেন লাইনচ্যুত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) কৈফিয়ত এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়, এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনটি দিল্লি থেকে উত্তর প্রদেশের আজমগড়ে যাতায়াত করে।

মধ্যরাতে ট্রেনটি প্রদেশের পাটা ও আচালদা রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলে এই দুর্ঘটনা ঘটে।
 
গত শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগর শহরের খাউতলী এলাকায় কালিঙ্গা উতকল এক্সপ্রেস নামে আরেকটি ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ১৪টি বগি লাইনচ্যুত হওয়ার ওই ঘটনায় অন্তত ২৩ জন নিহত হন। আহত হন আরও ৪০০ জন।

উত্তর প্রদেশে ১৪ বগি লাইনচ্যুত, নিহত ২৩ আহত ৪০০

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।