ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারিকেন ‘হার্ভে’র আঘাতে প্রাণহানি বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
হারিকেন ‘হার্ভে’র আঘাতে প্রাণহানি বেড়ে ৩০

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ রাজ্য টেক্সাসে তাণ্ডব চালানো সামুদ্রিক ঝড় ‘হার্ভে’র আঘাতে শেষ খবর পর্যন্ত ৩০ জনের প্রাণহানি হয়েছে। টেক্সাসজুড়ে এখনও ঘূর্ণিঝড়টির প্রভাব অব্যাহত রয়েছে। 

শনিবার (২৬ আগস্ট) ঘূর্ণিঝড়টি টেক্সাসের মূল ভূখণ্ডে আঘাত হানলেও পুরোপুরি শক্তি না হারানোয় এটি শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত শক্তি বাড়িয়ে চারদিন পর বুধবার (৩০ আগস্ট) সকালে ফের টেক্সাসের পাশ্ববর্তী রাজ্য লুইজিয়ানায় আঘাত হানে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে টেক্সাসের বিভিন্ন শহর নতুন করে প্লাবিত হয়েছে। মানুষের পাশাপাশি বিভিন্ন স্থানে আটকে পড়া প্রাণীদের উদ্ধার করেছেন নিরাপত্তাকর্মীরা। তবে বন্যায় পুরো টেক্সাস যেনো ‘স্থবির’ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাউস্টন। সেখানে বিভিন্ন কাউন্টিকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা হয়েছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে টেক্সাসের বিভিন্ন হাসপাতাল, রেললাইন, মহাসড়ক। ফ্লাইওভারের মূল সড়কে পানি উঠে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও কোথাও বন্যার পানিতে প্রাইভেটকার তলিয়ে যাওয়ার ছবিও পোস্ট হয়েছে সামাজিক মাধ্যমে।

ঘণ্টায় ১৩১ মাইল বেগে আঘাত হানার সময় ‘হার্ভে’ ক্যাটাগরি ৪ হারিকেনে রূপ নেয়।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।