ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাম রহিমের ‘পালিত কন্যা’ হানিপ্রিত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
রাম রহিমের ‘পালিত কন্যা’ হানিপ্রিত গ্রেফতার বিভিন্ন সাজে কথিত ধর্মগুরু রাম রহিমের সঙ্গে তার পালিত কন্যা হানিপ্রিত ইনসান

ঢাকা: ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত কথিত ধর্মগুরু রাম রহিমের পালিত কন্যা হানিপ্রিত ইনসানকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মাসে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণাকে কেন্দ্র করে ভারতের হরিয়ানা রাজ্যে সংঘটিত ব্যাপক সহিংসতার পর থেকেই পলাতক ছিলেন হানিপ্রিত ইনসান।

তদন্তকারীদের দাবি, পালিত কন্যা হিসেবে পরিচিত হলেও হানিপ্রিত ছিলেন বাবা রাম রহিমের সব অপকর্মের প্রধান সহযোগী।

বাবা রাম রহিমের অপকর্মে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে খুঁজছিলো পুলিশ।

মঙ্গলবার ( ০৩ অক্টোবর) রাজধানী চন্ডিগড়ের অদূরে এক হাইওয়ে থেকে হানিপ্রিতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ।

গত ২৫ আগস্ট হরিয়ানার একটি আদালতে আশ্রমের সেবিকাদের ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হন রাম রহিম। এর পরপরই হরিয়ানা জুড়ে ব্যাপক তাণ্ডব চালায় রাম রহিমের অনুসারীরা। এ সময় প্রাণ হারায় ৩৮ জন। ওই সহিংসতার পর থেকেই পলাতক ছিলেন হানিপ্রিত।

হানিপ্রিতকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।