ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ১২

মিরানশাহ: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার চালকবিহীন ‘ড্রোন’ হামলায়  ৫ জঙ্গিসহ ১২ জন নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।



ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৫ কিলোমিটার দূরে দানদি দরপা খেল এলাকায় এই হামলা চালানো হয়।

পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপি’কে টেলিফোনে জানিয়েছেন, “সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এদের মধ্যে ৫ জন জঙ্গি রয়েছে। ”

এর আগে, অন্য একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, “জঙ্গিদের ব্যবহৃত বাড়িতে মার্কিন চালকবিহীন বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, এই হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। ” মিরানশাহ’র একজন গোয়েন্দা কর্মকর্তাও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ।

উল্লেখ্য, এই অঞ্চল জঙ্গি সংগঠন তালিবান, আল কায়েদা এবং হাক্কানি জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।