ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে বাস নদীতে পড়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
রাজস্থানে বাস নদীতে পড়ে নিহত ২৭ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে যাত্রীবাহী একটি বাস ব্রিজ থেকে নদীতে পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫ জন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যের সাওয়াই মধুপুরের ডুবিতে এ দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশ থেকে ছেড়ে আসা ৩৪ আসনের বাসটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

সামাজিক মাধ্যমে পাওয়া দুর্ঘটনাকবলিত বাসটির ছবিতে দেখা যায়, সাদা রংয়ের বাসটি উদ্ধারে বেশ কয়েকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেতরে কেউ জীবিত রয়েছেন কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।

স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রাজস্থানের সাওয়াই মধুপুর জেলায় একটি যাত্রীবাহী বাস ব্রিজ থেকে বানাস নদীতে পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭/আপডেট: ১১১৬ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।