তেহরান: ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটির নাম ফাতেহ ১১০।
ওই টেলিভিশনে দেখানো হয়, মেটে রঙের ক্ষেপণাস্ত্রটি মরুভূমির একটি অঞ্চল থেকে আকাশের দিকে নিক্ষেপ করা হয়। ওড়ার আগে এটি ধোঁয়ার ঘন কুণ্ডলি তৈরি করে। তবে পরীক্ষাটি কখন চালানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।
প্রেস টিভি’র ওয়েবসাইটে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৯ মিটার লম্বা ও এর ওজন সাড়ে তিন হাজার কেজি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ ভাহিদি’র উদ্ধৃতি দিয়ে টেলিভিশনটি জানিয়েছে, “এটি আরও বেশি নির্ভুল। ” তবে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পাল্লা জানাননি তিনি।
উল্লেখ্য, এক সপ্তাহেরও কম সময় আগে ইরান আরও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলো।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০