ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুনে স্টেশনে ভ্রমণ টিকিট ৫ রুপি, প্ল্যাটফর্ম টিকিট ২০!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
পুনে স্টেশনে ভ্রমণ টিকিট ৫ রুপি, প্ল্যাটফর্ম টিকিট ২০!

ঢাকা: উৎসব ও গ্রীষ্মকালীন ছুটির সময় রেলওয়ে প্ল্যাটফর্মে অযাচিত ভিড় ঠেকাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ২০ রুপি করেছে ভারতীয় রেলের পুনে বিভাগ।

১০ রুপি থেকে একলাফে বাড়িয়ে ২০ রুপি করলো রেল কর্তৃপক্ষ। এই অর্থ নিয়ে একজন যাত্রী লোকাল ট্রেনে অন্তত চারবার ভ্রমণ করতে পারবে।

কারণ লোকালে সর্বনিম্ন ভাড়া ৫ রুপি।

পুনে রেলওয়ের এক কর্মকর্তা বলেছেন, এই সিদ্ধান্ত শুধু পুনে রেলস্টেশনের জন্য প্রযোজ্য। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। পুনে রেলের অধীনে থাকা অন্য স্টেশনগুলোর প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ রুপিই রয়েছে।

জানা যায়, কোনো বড় উৎসব ও গ্রীষ্মকালীন ছুটির সময় স্টেশনে এতো চাপ থাকে যে কর্তৃপক্ষের পক্ষে তা সামলানো সমস্যার হয়ে পড়ে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই নতুন এ সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।