দেশটির দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে (প্রধান মোটরওয়ে) স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে যায়।
আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দুর্ঘটনার স্থান আরিকুইপা পৌঁছানের চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে। রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে বাসটি চলাচল করতো।
উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইটার পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।
চলতি বছরের ২ জানুয়ারি দেশটিতে অপর এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জনের প্রাণহানি হয়। এক মাসের ব্যবধানে বুধবারের ঘটনাটি দ্বিতীয় বৃহত্তম।
সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৬ সালে পেরুতে সড়ক দুর্ঘটনায় অন্তত দুই হাজার সাতশ’ মানুষের প্রাণহানি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
জেডএস