উদ্ধার কাজে নিয়োজিত আইন-শৃঙ্খলাবাহিনী (ছবি: সংগৃহীত)
ঢাকা: উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী মোগাদিশুতে প্রেসিডেন্টের বাস ভবনের সামনের একটি রেস্টুরেন্টে রাখা গাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সোমালিয় পুলিশের বরাত কাতারভিত্তিক চ্যানেল আল-জাজিরার খবরে বলা হয়েছে, রেস্টুরেন্টের ভেতরে আরো অন্তত ২০ জনকে জিম্মি রেখেছেন তারা।
এছাড়া দ্বিতীয় বোমাটি প্রেসিডেন্টের বাস ভবনের সামনে বিস্ফোরিত হয়। গোটা ভবন ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধার কাজ চলছে।
সোমালিয়ার পুলিশ অফিসার মেজর মোহাম্মেদ আহমেদ জানিয়েছেন ‘আমাদের ধারণা এটি আত্মঘাতী বোমা হামলা।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এসএম/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।