শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ, রাজধানী কাবুলের একটি এলাকাসহ একাধিকস্থানে এই হামলা চালানো হয়।
সবচেয়ে বড় হামলাটি চালানো হয় ফারাহে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দউলত ওয়াজির জানান, তালেবান যোদ্ধারা ফারাহের বালা বুলুক জেলার ওই সেনাঘাঁটিতে হামলা চালালে ১৮ সৈন্য নিহত ও দু’জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।
তালেবান এ হামলার দায়ও স্বীকার করেছে।
সকালে আরেকটি হামলা চালানো হয় রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায়। আত্মঘাতী সন্ত্রাসী বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ এখনও এ হামলায় দায় স্বীকার করেনি। যদিও বরাবরই এ ধরনের হামলা চালিয়ে থাকে তালেবান এবং আইএস।
সংবাদমাধ্যম জানায়, হামলাস্থল আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) মধ্যে পড়েছে। এর খুব কাছেই ন্যাটোর সদরদফতর ও মার্কিন দূতাবাসের অবস্থান।
তৃতীয় হামলাটি ঘটে দেশটির দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের নাদ আলি জেলায়। হামলাকারীরা একটি মিলিটারি জিপ ব্যবহার করে সেনাঘাঁটির দিকে যেতে চাইলে তাদের প্রতিরোধ করে সেনাবাহিনী। তবে এসময় দুই সৈন্য নিহত ও সাত সৈন্য আহত হন।
চতুর্থ হামলা চালানো হয় হেলমান্দের প্রাদেশিক রাজধানী লাস্কার ঘা’তে। আত্মঘাতী ওই গাড়ি বোমা হামলায় সাতজন আহত হন।
হেলমান্দের হামলা দু’টির দায় স্বীকার করেছে তালেবান।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এনএইচটি/এইচএ/