তবে মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদ আছেন। বুধবার (০১ মার্চ) দিনগত রাত পোনে ১টার দিকে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।
এ ঘটনায় আহতরা হলেন- কর্পোরাল রাসেল, নঁওগা (৩২ ইবি), সৈনিক আকরাম, জেলা- রাজবাড়ি (৩২ ইবি), সৈনিক নিউটন, জেলা- যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ, জেলা- কুড়িগ্রাম (৩২ ইবি)। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টার দিকে উত্তর মালিতে মাইন বিস্ফোরণের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির জাতিসংঘের মিশন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশি এ সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহলরত ছিলো। এসময় তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ এ বিস্ফোরণের শিকার হয়।
এর আগে গত বছর সেপ্টেম্বরেও দেশটিতে বিদ্রোহীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হন। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত এ মিশনে বিভিন্ন দেশের অনেক শান্তিরক্ষীদের প্রাণ হারাতে হয়েছে।
২০১৩ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সংঘর্ষ কবলিত মালিতে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে আসছে। নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী মালিতে জঙ্গিরা প্রায়ই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ও দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালায় বলে খবর পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
পিএম/এসআইজে/আরএ