ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ৮ তুর্কি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
সিরিয়ায় ৮ তুর্কি সেনা নিহত সিরিয়ার ঘৌতা এলাকায় হামলায় ধ্বংসাবশেষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোর। ছবিটি গত ১ মার্চ তোলা

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চল আফরিনে কুর্দি বাহিনীর পাল্টা হামলায় তুরস্কের ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ সৈন্য। শুক্রবার (০২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়, সিরিয়ার কেলতেপে জেলায় কুর্দি যোদ্ধারা টানেল ব্যবহার করে তুরস্কের সেনাবাহিনীর ওপর হামলা চালায়। হতাহতদের উদ্ধার করতে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়।

তবে কুর্দিদের গুলির মুখে তা ফিরে আসতে বাধ্য হয়েছে।
 
সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবারের ওই ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  

চলতি বছরের জানুয়ারিতে কুর্দি অধ্যুষিত অঞ্চল আফরিনে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়। এরপর এটাই কোনো বড় ঘটনা, যেখানে তুরস্কের বেশি সৈন্য মারা গেছে।  

বিবৃতিতে তুরস্কের সেনাবাহিনী জানায়, পাঁচ সৈন্য নিহত ও আরও সাতজন জখম হয়েছেন। তবে এর কিছুক্ষণ পর অপর এক বিবৃতিতে আরও তিন সৈন্য নিহত ও ছয়জন আহত হওয়ার কথা জানানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আফরিনে তুর্কি অভিযান শুরুর পর থেকে ১৪১ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
 
তবে এ সংখ্যা অস্বীকার করে আঙ্কারা বলছে, কুর্দি গেরিলা ছাড়া কারও বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে না।

এদিকে আফরিনে তুর্কি অভিযান শুরুর পর থেকে এলাকাটির কয়েক হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।