বিদ্রোহীরাও সাধ্যমতো তীব্র প্রতিরোধযুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা রাজধানী দামেস্কের বিভিন্ন লক্ষ্যবস্থুতে গোলা ছুড়ছে।
যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
সিরিয়ার সরকারি বাহিনী জানিয়েছে, ‘জঙ্গি ও সন্ত্রাসীদের কবল থেকে পুরো এলাকাটি পুনর্দখল না করা পর্যন্ত’ তারা থামবে না।
প্রায় চার লাখ মানুষ অবরুদ্ধ শহরটিতে ক্রমাগত বোমা, রকেট ও কামান হামলার মধ্যে দিনাতিপাত করছে। প্রতিদিনই সেখানে মানুষ মরছে। খাদ্য, ওষুধ বলতে সেখানে কিছুই আর অবশিষ্ট নেই। সেখানে এ মুহূর্তে চরম মানবিক সংকট বিরাজ করছে।
জাতিসংঘের যুদ্ধবিরতিও ঠিকভাবে মানা হচ্ছে না। বিপন্ন মানুষ বিদ্রোহীদের বাধার মুখে ঘৌতা ত্যাগ করে অন্যত্রও যেতে পারছে না।
বাংলাদেশ সময়: ১৭ ৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
জেএম