ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমি এক ক্ষ্যাপা, আমায় ঘাঁটাতে এসো না: ট্রাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
আমি এক ক্ষ্যাপা, আমায় ঘাঁটাতে এসো না: ট্রাম্প কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে বড় চক্ষুশূল উত্তর কোরীয় নেতা কিম জং উনকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। আর সে হুঁশিয়ারি পরমাণু হামলার। ট্রাম্প নিজেকে ‘ক্ষ্যাপাটে’ বলে আখ্যায়িত করে বলেন, আমায় ঘাঁটাতে এসো না।

সংবাদ সংস্থাগুলো জানায় শনিবার রাতে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে এই নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প।

ট্রাম্প এক ডিনার অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, উত্তর কোরীয় নেতা তার কাছে উত্তেজনা প্রশমনের জন্য বিশেষ আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন।

কিন্তু তিনি তা নাকচ করে দিয়েছেন। এ সময় ট্রাম্প আরও জানান, উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না।

ট্রাম্পের অনড় অবস্থান হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে উত্তর কোরিয়াকে অবশ্যই আগে পরমাণু কর্মসূচি ত্যাগ করতে হবে।

ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার পক্ষ থেকে সমঝোতা বৈঠকের এই প্রস্তাবটি দেয়া হয়েছে দিন দুই আগে।

‘‘কিন্তু আমি বলে দিয়েছি আলোচনা আমরাও চাই। কিন্তু তার আগে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে এসো। ...ওরা আমার কথায় রাজি হলে আমি নিজে কিম জংয়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। ওদের উদ্দেশ্যে আমার কথা একটাই: আমি এক ক্ষ্যাপা লোক; আমায় ঘাঁটাতে এসো না। ’’—বলেন ট্রাম্প।

বিলেতের সানডে ডেইলি স্টার পত্রিকার রোববারের সংস্করণে এ বিষয়ে শিরোনাম: ‘‘Donald Trump brands himself a 'MADMAN' in fiery nuke warning to Kim Jong-un’’

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।