সংবাদ সংস্থাগুলো জানায় শনিবার রাতে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে এই নতুন হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প।
ট্রাম্প এক ডিনার অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, উত্তর কোরীয় নেতা তার কাছে উত্তেজনা প্রশমনের জন্য বিশেষ আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন।
ট্রাম্পের অনড় অবস্থান হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে উত্তর কোরিয়াকে অবশ্যই আগে পরমাণু কর্মসূচি ত্যাগ করতে হবে।
ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার পক্ষ থেকে সমঝোতা বৈঠকের এই প্রস্তাবটি দেয়া হয়েছে দিন দুই আগে।
‘‘কিন্তু আমি বলে দিয়েছি আলোচনা আমরাও চাই। কিন্তু তার আগে পরমাণু কর্মসূচি বাদ দিয়ে এসো। ...ওরা আমার কথায় রাজি হলে আমি নিজে কিম জংয়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। ওদের উদ্দেশ্যে আমার কথা একটাই: আমি এক ক্ষ্যাপা লোক; আমায় ঘাঁটাতে এসো না। ’’—বলেন ট্রাম্প।
বিলেতের সানডে ডেইলি স্টার পত্রিকার রোববারের সংস্করণে এ বিষয়ে শিরোনাম: ‘‘Donald Trump brands himself a 'MADMAN' in fiery nuke warning to Kim Jong-un’’
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
জেএম