সংবাদ সংস্থাগুলো জানায়, সোমবার সকালের দিকে দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়। পাশাপাশি দূতাবাস ভবন, ট্যুরিস্ট স্পটের আশপাশে না যেতে এবং বড় ধরনের ভিড় এড়িয়ে চলতে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
কী ধরনের নিরাপত্তা হুমকির কারণে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে তা স্পষ্ট করেনি দূতাবাস কর্তৃপক্ষ। তবে আঙ্কারা গভর্নর অফিস আগের দিন রোববার এক বিবৃতিতে জানায়, দূতাবাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে ওয়াশিংটন থেকে একটি জরুরি বার্তা পাঠানো হয়।
ওয়াশিংটন থেকে পাঠানো গোয়েন্দা তথ্যে বলা হয়, আঙ্কারার মার্কিন দূতাবাস এবং যেসব দর্শনীয় স্থানে সচরাচর মার্কিন পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে, সেসব এলাকায় বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে।
দূতাবাসের ভিসা কার্যক্রম, সাক্ষাৎকারসহ সব নিয়মিত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বন্ধ থাকবে। দূতাবাস কখন খুলবে তা যথাসময়ে জানানো হবে।
এর আগে ২০১৩ সালে দূতাবাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। তাতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুর্দিদের মার্কিন অস্ত্র সরবরাহসহ নানা বিষয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
জেএম