সংবাদ সংস্থাগুলো জানায়, লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে সোমবার। তেরেসা আন আন্দ্রাদে মাদ্রিগাল নামের ৪৮ বছর বয়সী এই নারী লাস ভেগাস থেকে ওকল্যান্ডগামী গ্রেহাউন্ড বাসে ভ্রমণ করছিলেন।
এরপর তেরেসা হঠাৎই বাসের পেছনের সারিতে গিয়ে এক নারীযাত্রীর কোলের মেয়েশিশুকে কেড়ে নিয়ে তাকে আঘাত করতে উদ্যত হয়। নারীযাত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে তেরেসা তার পেটে ছুরি বসিয়ে দেয়। এ সময় চালকসহ অন্যরা এগিয়ে এলে তেরেসা সবাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। সব মিলিয়ে পাঁচ জনকে ছুরিকাঘাতে আহত করার পর তেরেসাকে পরাস্ত করা সম্ভব হয়। পরাস্ত হবার আগে তেরেসা নিজের ঘাড়ে ও বুকেও ছুরি চালায়।
তানিয়া রাইট নামের ওই বাসের এক নারী যাত্রী বলেন, "আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎই এক নারীর চিৎকারে ঘুম ভেঙে যায়। দেখি একটি ছোট্ট শিশুকে উঁচিয়ে ছুরিহাতে সে চেচিয়ে বলছে; আমি এই বাচ্চাটাকে খুন করতে যাচ্ছি। এরপর সে বাচ্চার গায়ে আঘাত করে যাচ্ছিল (ছুরি দিয়ে নয়)। এসময় বাচ্চাটার মা চেঁচিয়ে বলছিল, ওর হাতে একটা ছুরি, দেখুন ওর হাতে ছুরি!’’
যাত্রীদের কেউ কেউ ওই নারীর আচরণকে প্রথমে স্রেফ ঠাট্টা বলে মনে করেছিলেন। পরে তাদের ভুল ভাঙে!
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
জেএম