শুক্রবার (০৯ মার্চ) রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভারতীয় সংবিধানের ৭৫ ধারার ২ উপধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশে টিডিপি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে টিডিপি প্রধান ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নির্দেশে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন ওই দুই মন্ত্রী।
সম্প্রতি ভারতে ২০১৮-১৯ অর্থবছরে কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরই বিজেপি ও টিডিপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। টিডিপির অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যটিকে অবহেলা করছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএ/