সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) নামের ব্রিটেন ভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা এখবর জানায়।
খবরে বলা হয়, সরকারি বাহিনীর এই বিজয়ের দিনে টানা তিন সপ্তাহ ধরে চলা সিরীয় ও রুশ বিমান বাহিনীর অবিরাম বিমান ও রকেট হামলায় পূর্ব ঘৌতায় মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো।
এসওএইচআর আরো জানায়, অবরুদ্ধ ছিটমহলটিকে আক্রমণের লক্ষ্য হিসেবে পূর্ব ঘৌতা ছিটমহলকে সরকারি বাহিনী মোট তিনটি ভাগে ভাগ করে নিয়েছে। এগুলো হচ্ছে, দৌমা ও এর আশপাশের এলাকা, পশ্চিমের হারাসতা এলাকা এবং আরো দক্ষিণের এলাকাগুলো।
গত ১৮ ফেব্রুয়ারিতে সরকারি বাহিনীর শুরু করা সর্বশেষ সামরিক অভিযানে শনিবার (১০ মার্চ) অন্তত ১০০২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২১৫ টি শিশু এবং ১৪৫ জন নারী রয়েছে।
এদিকে শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এ মুহূর্তে সরকারি বাহিনী পূর্ব ঘৌতার কেন্দ্রস্থলেই মূলত তাদের আক্রমণকে কেন্দ্রীভূত করেছে। বিদ্রোহীদের সব প্রতিরোধ একে একে ভেঙে পড়ছে।
নতুন নতুন এলাকা সরকারি বাহিনীর দখলে আসছে।
অনেক বিদ্রোহী সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ব ঘৌতা ছেড়ে নিজেদের পরিবার পরিজন নিয়ে পালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
জেএম