ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিভুবন বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ত্রিভুবন বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ  বিধ্বস্ত প্লেনে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: হিমালয়ের দেশ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্র্যাফট দুর্ঘটনায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে  প্লেন ওঠা-নামা বন্ধ রয়েছে। 

সোমবার (১২ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। এর আগে দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ আগুন ধরে বিধ্বস্ত হয়ে যায় বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

 

৭৮ আসনের ড্যাশ উড়োজাহাজটিতে ৬৭জন আরোহী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস বলছে, দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের নিজস্ব দমকলকর্মীসহ উদ্ধারকর্মীরা কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। এখনও বিধ্বস্ত প্লেনটিতে আগুন জ্বলছিল।  

বিমানবন্দরে অ্যাম্বুলেন্স ছুটোছুটি করতেও দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএনআই জানায়, অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো প্লেন অবতরণ কিংবা ছেড়ে যায়নি। নেপালের বিমান মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, শিডিউল অনুযায়ী অনেক প্লেন ত্রিভুবনে অবতরণ করতে পারেনি। ওমান এয়ার, কাতার এয়ারওয়েজ এবং ফ্লাই দুবাই অন্য দেশে অবতরণ করেছে।  

আর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।