সংবাদ সংস্থাগুলো জানায়, মুসলমান মালিকানাধীন ওই রেস্তোরাঁয় হামলা ভাংচুর চালানো হয় জরুরি অবস্থাচলাকালে সেনা ও পুলশি টহলের মধ্যে।
এর আগে শ্রীলঙ্কা নামের দ্বীপ দেশটির মধ্যাঞ্চলীয় কান্দি জেলায় প্রায় সপ্তাহকাল ধরে সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদসহ সহায় সম্পদের ওপর সংখ্যাগুরু বৌদ্ধদের হামলা, অগ্নিসংযোগ চলে।
পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা সরকার দেশজুড়ে ১০দিনের জরুরি অবস্থা জারি করে। সামাজিক যোযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ইত্যাদিও বন্ধ রাখা হয়, যাতে মুসলিম বিরোধী ঘৃণা না ছড়ায় এবং কেউ হামলার উস্কানি দিতে না পারে। কিন্তু এর পরও হামলা নির্যাতন থেমে নেই।
আনা মাদুয়া শহরে পুলিশি টহলের মধ্যেও কী করে হামলার ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, গাফিলতি ও কর্তব্যে অবহেলার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বলেন, " আমরা এসবকে বিদ্বেষ মূলক অপরাধ হিসেবে গণ্য করছি। হামলায় জড়িতদের চিহ্নিত করতে আমরা তদন্ত চালাচ্ছি। ’’
বাংলাদেশ সময়: ১২৩০ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেএম