বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ ফয়সাল সংবাদ সম্মেলন করে হাইকমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠানোর এ তথ্য জানান।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ, পাকিস্তান কূটনীতিকরা ভারতে হেনস্তার শিকার হচ্ছেন।
মুহাম্মদ ফয়সাল জানান, এসব ঘটনার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করা হলেও তারা কোনো ‘ইতিবাচক পদক্ষেপ নেয়নি’। সেজন্য ইসলামাবাদে নিযুক্ত ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলবও করা হয়।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের হয়রানির ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং পাকিস্তানের প্রতিবাদ সত্ত্বেও এসব হয়রানি চলছেই।
ভারতের ‘অভ্যন্তরীণ রাজনীতি’র গুটি হিসেবে পাকিস্তানকে ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়ে ফয়সাল এসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এইচএ/