ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
ইরাকে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত  ইরাকের ম্যাপ

ঢাকা: ইরাকে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, ইরাকের আনবার প্রদেশের আল-কাইম শহরের কাছে একটি এইচএইচ-৬০ পেভ হক্‌ মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

হেলকপ্টারটিতে সাত জন আরোহী ছিলেন। তারা সবাই মার্কিন সেনাবাহিনীর সদস্য।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এবং হতাহতের সংখ্যা জানা যায়নি।

মার্কিন সামরিকবাহিনীর তথ্যমতে, আইএস নির্মূলের জন্য ইরাকে বর্তমানে প্রায় পাঁচ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে। ২০০৩ সাল থেকে মার্কিন সৈন্যরা দেশটিতে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।