শনিবার ( ১৭ মার্চ) চীনের জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে এই ভোটাভুটি হয়।
এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে আসীন হতে পারবেন মর্মে সংবিধানে যে ধারাটি ছিল, তার বাধ্যবাধকতা তুলে নিয়ে গত সপ্তাহে শি জিনপিংয়ের আজীবন প্রেসিডেন্ট থাকার পাকাপোক্ত ব্যবস্থা করে চীনের গণ কংগ্রেস।
সংবাদ মাধ্যমগুলো জানায়, গণ কংগ্রেসের ৩ হাজার সদস্যের মধ্যে উপস্থিত ২৯৭০ জনের একজনও শি জিনপিংয়ের বিরুদ্ধে ভোট দেননি। তবে ভাইস প্রেসিডেন্ট পদে ভোটাভুটির সময় উপস্থিত ২৯৭০ জন সদস্যের মধ্যে মাত্র ১ জন সদস্য ওয়াংয়ের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে শি জিনপিং প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট হন। প্রয়াত নেতা মাও সে তুংয়ের পর ৬৪ বছর বয়সী শি জিনপিংকেই চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে গণ্য করা হচ্ছে।
বাংলাদেশ সময়:১২১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
জেএম