কাজাখস্তানের রাজধানী আসতানায় নিজেদের মধ্যে বৈঠক শেষে শুক্রবার তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ ব্যাপারে এক যৌথ বিবৃতি দেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের জাভেদ জারিফ ও তুরস্কের মেভলুত কাভুসগ্লু জঙ্গিদল আইসিসকে নির্মূল না করা পর্যন্ত নিজেদের মধ্যে কার্যকর সহযোগিতা অব্যাহত রাখবেন।
তিন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সিরিয়া নিয়ে যে ‘আসতানা প্রসেস’ শুরু করেছিল এই তিন দেশ, দু’বছর পর তার অর্জন কতোটা কি হলো তারই মূল্যায়ন করা। পাশাপাশি এর আলোকে নিজেদের অভিন্ন কৌশল ও সহযোগিতার কার্যকর রূপরেখা প্রণয়ন করা।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
জেএম