ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্ম’র সফল পরীক্ষা চালাল ভারত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্ম’র সফল পরীক্ষা চালাল ভারত বিশ্বের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে গতিমান ও কার্যকর ক্রুজ ক্ষেপণাস্ত্র 'ব্রহ্ম'। ছবি-সংগৃহীত

সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্ম’র অারো একটি সফল পরীক্ষা চালাল ভারত। শব্দের চেয়ে প্রায় তিন গুণ গতিতে চলা এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৯০ কিলোমিটার। এর পাল্লা পরে ৪০০ কিলোমিটারে উন্নীত করা হবে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার জানায়, রাজস্থানের পোখরান পরীক্ষাস্থলে সকালে এই পরীক্ষাটি চালানো হয়। এমন সফল পরীক্ষা আগেও চালানো হয়েছে।

রাশিয়ার সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত এই সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে এ যাবৎকালের সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে নিখুঁত ও ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্র বলে গণ্য করা হচ্ছে। এর বড় কারণ এর অবিশ্বাস্য গতি।

২০১৬ সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর-এর পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করায় যাবতীয় কারিগরি বিধিনিষেধ দূর হয়েছে। ভারত-রাশিয়া চাইলে এখন এর পাল্লা ৪০০ কিলোমিটারে উন্নীত করতে পারবে। সে ক্ষমতাও এই প্রকল্পের অংশীদার রাশিয়ার রয়েছে।  

রাশিয়ার কাছ থেকে কেনা ৪০টি অত্যাধুনিক সুখোই জঙ্গি বিমানে এই সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সংযোজনের কাজও এগিয়ে চলেছে। একাজ সম্পন্ন হলে এ অঞ্চলে ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা-চাহিদার অনেকখানিই পূরণ হবে। পাশাপাশি ভারতের সামরিক শক্তিতেও যোগ হবে নতুন মাত্রা।  

উল্লেখ্য, রাশিয়ার ইউখান্ত এবং যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়েও ঢের কার্যকর ও গতিমান এই ক্ষেপণাস্ত্র নৌযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।