একমাস আগে সিরিয়ার সরকারি বাহিনী ও রুশ বিমানবাহিনী টানা ৭ বছর ধরে অবরুদ্ধ ছিটমহলটিতে জঙ্গিবিমান থেকে বিরামহীন বোমা ও রকেট হামলা শুরু করার পর সেখান থেকে বিদ্রোহীদের সরে যাওয়ার বিষয়ে এটাই প্রথম সমঝোতা চুক্তি।
রুশ বিমান বাহিনী, সিরিয়ার সেনা ও বিমান বাহিনী, সরকারপন্থি মিলিশিয়া, হিজবুল্লঅর সম্মিলিত আক্রমণের মুখে কোণঠাসা হয়ে বিদ্রোহীরা সেখানকার প্রায় ৭০ ভাগ এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
সিরিয়ার সরকারি টেলিভিশনে সম্প্রচারিত খবরের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রাথমিকভাবে ২৭ জন বিদ্রোহী ও ১৮২ জন বেসামরিক লোক হারাসতা শহর ছেড়ে বাসে চেপে রাজধানী দামেস্কের সীমানায় প্রবেশ করেছে।
সমঝোতা চুক্তির আওতায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশ থেকে ১৫০০ সরকারবিরোধী বিদ্রোহী ও ৬০০০ বেসামরিক নাগরিককে সিরিয়ার মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হবে।
একটি পর্যবেক্ষক সংস্থার মতে, একমাসে রুশ-সিরীয় যৌথ হামলায় পূর্ব ঘৌতা ছিটমহলে ১৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস এক ভাষণে পূর্ব ঘৌতা নামের অবরুদ্ধ ছিটমহলটিকে ‘দুনিয়ার বুকে জাহান্নাম’ বলে অভিহিত করেন। ৪ লাখ মানুষ অধ্যুষিত ছিটমহলটিতে খাদ্য, ওষুধ বলতে কিছু নেই।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
জেএম