ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে ইইউ-ব্রিটেনের আরো নিষেধাজ্ঞা আসছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
রাশিয়ার বিরুদ্ধে ইইউ-ব্রিটেনের আরো নিষেধাজ্ঞা আসছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে পাশে পেয়ে নব বলে বলীয়ান। এবার তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নিতে এবং নতুন আলটিমেটাম দিতে যাচ্ছেন।অনুরূপ বাড়তি ব্যবস্থা নেবে ইউরোপীয় ইউনিয়নও।

সংবাদ মাধ্যমগুলো টেরিজা মে’র মুখপাত্রের একটি বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য একা নয়, যুক্তরাজ্য ও ইইউ আগামী জুন মাসের আগে রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

স্যালিসবুরি শহরে শুধু পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া ছাড়াও প্রায় ১৩০ জন বিষাক্ত স্নায়ুগ্যাস হামলার শিকার হয়েছেন মর্মে টেরিজা মে দাবি করেছেন। তার এই বক্তব্যের পরপরই তার মুখপাত্র এই বিবৃতিটি দিলেন।

যুক্তরাজ্যের মতো ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ, যুক্তরাষ্ট, কানাডা, পোলান্ড, ফিনল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ অনেক দেশই মনে করে রাশিয়াই এই স্নায়ুগ্যাস হামলাটি চালিয়েছে। যুক্তরাজ্যের মতো তারাও রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, টেরিজা মে সোমবার পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় দাবি করেন, ‘নোভিচক’ নামের এই গ্যাস হামলার শিকার হয়েছেন ১৩০ জনের বেশি মানুষ।

পাশাপাশি তিনি দাবি করেন, রাশিয়া সিরিয়াতে নিরীহ বেসামরিক মানুষের ওপর আসাদ সরকারের বাহিনীর রাসায়নিক হামলার বিষয়টি ধামাচাপা দেবার অপচেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।