কর্মকর্তাদের গাফিলতির কারণে কেমেরোভো শহরের শপিং মল কাম বিনোদনকেন্দ্রটির ফায়ার অ্যালার্ম অকেজো পড়েছিল। আর বেরোবার সব পথও তারা রেখেছিলেন তালাবন্ধ করে।
সংবাদ মাধ্যমগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সাইবেরিয়ার বিভিন্ন শহরে কর্মকর্তাদের গাফিলতিজনিত এই ভয়ানক বিয়োগান্ত ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। খোদ কেমেরোভো শহরে শোকার্ত হাজার হাজার মানুষ আহত ও নিহতদের ছবি-হাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ জানায়। এসময় অনেককে আগুনে পুড়েমরা শিশুদের ছবি-হাতে আকুল কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার শহরটির শোকার্ত মানুষের সঙ্গে সংহতি জানাতে, সমবেদনা নিয়ে শোকার্তদের পাশে দাঁড়াতে কেমেরোভোতে গিয়ে হাজির হন। তিনি সেখানে গিয়ে নিহত মানুষদের স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তবে জনসমক্ষে হাজির হননি পুতিন।
সরকারিভাবে নিহতদের সংখ্যা ৬৪ জন বলা হলেও কেমেরোভোর বাসিন্দারা দাবি করেছেন, মারা যাওয়াদের প্রকৃত সংখ্যা এরচে ঢের বেশি। সরকার এ নিয়ে লুকোছাপা করছে।
তদন্তকারীরা জানাচ্ছেন, সুবিশাল বিনোদনকেন্দ্রটিতে যখন আগুন লাগে তখন অ্যালার্ম ছিল অকেজো (কারো কারো মতে, অ্যালার্ম সুইচ অফ করা ছিল), ইমার্জেন্সি এক্সিটও (জরুরি নির্গমনপথ) বন্ধ করা ছিল। তবে আগুন লাগার কারণ তারা এখনও জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৬ ২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
জেএম