ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
পাপুয়া নিউগিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প পাপুয়া নিউগিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প।

পাপুয়া নিউগিনির উপকূলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানায়, শুক্রবার (৩০ মার্চ) স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নিউ ব্রিটেন দ্বীপের রাবাউল থেকে ১৬২ কিলোমিটার দূরে।

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরির বলয়ের (‘রি অব ফায়ার’) মধ্যে অবস্থিত বিপুলায়তন এই দ্বীপ রাষ্ট্রটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ বলে পরিচিত। ভূমিকম্প সেখানে নিত্যদিনের ঘটনা।  

দেশটিতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে আঘাত হানা ৭.৫ মাত্রার ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই নতুন করে ৬.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত পেলো পাপুয়া নিউগিনি। ফেব্রুয়ারিতে এংরা প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।