শুক্রবার (৩০ মার্চ) সকালে মিয়ানমারের ওই নাগরিকদের বহনকারী বাসটি সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডের মায়েতোর জেলা দিয়ে ঢোকার সময় এই অগ্নিকাণ্ড ঘটে। ৪৭ জনই বৈধভাবে কাজ করতে যাচ্ছিলেন বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ থাইল্যান্ডে।
মায়েতোর জেলার পুলিশ প্রধান ক্রিতকানক দান-উদম সংবাদমাধ্যমকে বলেন, গাড়িচালকের ভাষ্যে আগুন বাসের মাঝ থেকে ধরেছিল, সঙ্গে সঙ্গেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ২০ জনের মৃত্যু হয়। আহত হন তিনজন। বাকিরা প্রথমেই গাড়ি থেকে বেরিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান।
থাই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পুরো বাস প্রায় ভস্মীভূত হয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সাম্প্রতিক জরিপ অনুযায়ী, লিবিয়ার পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সড়ক পরিবহন ব্যবস্থা থাইল্যান্ডের। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এইচএ/