দুর্নীতির অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ এপ্রিল) লুলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।
আত্মসমর্পণের আদেশের পর ফেডারেল বিচারপতি সেরজিও মোরো বলেন, বিকেল ৫টার মধ্যে ৭২ বছর বয়সী লুলাকে কুরিতিবা শহরে ফেডারেল পুলিশ সদর দফতরে আত্মসমর্পণ করতে হবে।
মোরো আরও জানান, লুলার জন্য আগে থেকেই একটি বিশেষ সেল প্রস্তুত রাখা হয়েছে। অন্য বন্দিদের কাছ থেকে তাকে আলাদা রাখা হবে।
এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন লুলা। তিনি বলেন, আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যেন অংশ নিতে না পারেন তার জন্যই এ রায় দেওয়া হয়েছে।
জরিপ মতে, ভোটের লড়াইয়ে তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন।
তার পার্টির পক্ষ থেকে এই রায়কে গণতন্ত্র ও ব্রাজিলের জন্য দুঃখজনক বলে আখ্যায়িত করা হয়েছে।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন লুলা। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেওয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
**ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর নির্দেশ
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরআর