সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই দু’জনের বাগদান হবে। আর আগামী মাসেই হয়ে যাবে বিয়ে।
দুর্নীতির মামলায় কারাবন্দি রয়েছেন লালু প্রসাদ। বিয়েতে অংশ নেওয়ার জন্য তিনি প্যারোলে মুক্তি পাবেন বলে আশা করছে তার পরিবার ও রাজনৈতিক দল।
বিহারের ন্যাশনাল কলেজ পড়ুয়া তেজ প্রতাপ তার আগ্রাসী রাজনৈতিক ব্ক্তব্যের জন্য আলোচিত। তার বাবা লালু ও মা রাব্রী, দু’জনই বিহারের সাবেক মুখ্যমন্ত্রী। তেজ প্রতাপ ২০১৫ সালে গঠিত জোট সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। যদিও বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জোট ছেড়ে যাওয়ায় সে সরকার ভেঙে যায়। তার বাবা লালুর নিরাপত্তা ব্যবস্থার ক্যাটাগরির অবনমন করায় তেজ প্রতাপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামড়া তুলে ফেলারও হুমকি দিয়েছিলেন একবার।
আর পাত্রী ঐশ্বরিয়া দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক। তার মা চন্দ্রিকা রায় লালুর একাধিক মন্ত্রিসভার সদস্য ও ছয়বারের বিধায়ক ছিলেন। তার দাদা দারোগা প্রসাদ রয় ছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা। তিনি ১৯৭০ এর দশকে ১১ মাস মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এইচএ/