স্থানীয় সময় শনিবার (০৭ এপ্রিল) ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের সময় অ্যাপার্টমেন্টটি থেকে ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবরে বলা হয়, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬৮ তলা ট্রাম্প টাওয়ারে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যালয় ও ব্যক্তিগত বাসস্থান রয়েছে। তবে ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না।
এদিকে দুর্ঘটনার পর এক টুইট বাতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এএটি/এমএ