ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঈদে যুদ্ধবিরতির ঘোষণা আফগান সরকারের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
ঈদে যুদ্ধবিরতির ঘোষণা আফগান সরকারের আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি

ঈদুল আযহাকে ঘিরে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশটির গাজনী ও অন্য একটি প্রদেশে যুদ্ধের পরদিন এমন ঘোষণা দিলো আফগান সরকার। 

সোমবার (২০ আগস্ট) থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

এদিন তালেবান সদস্যরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের নেতা ঈদুল আযহাকে ঘিরে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছেন।

তাদের প্রধান নেতা শেখ হাইবাতুল্লাহ আখুনজাদা ঈদের জন্য চারদিনের যুদ্ধবিরতির জন্য সম্মতি দিয়েছেন।  

খবরে বলা হয়, আফগান সরকার ও ন্যাটো জোটের সদস্যদের সঙ্গে তালেবান বিদ্রোহীদের দীর্ঘদিন থেকে যুদ্ধ চলছে। দেশটিতে এ যুদ্ধ চলছে ২০০১ সালে মার্কিন সামরিক হস্তক্ষেপের পর থেকে।

যুদ্ধবিরতির এ ঘোষণার আগের দিন দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ ফারইয়াবে তালেবান বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়।  

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তালেবান সদস্যরা ফারইয়াব প্রদেশের বুলচেরাগ জেলার বেশ কিছু অঞ্চলে দখল নেয়। এছাড়া এ ঘটনায় ৫০ জনেরও বেশি সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য নিখোঁজ হন।  

চলতি মাসে গাজনী শহরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকার ও তালেবান সদস্যদের পাঁচদিন ধরে চলা যুদ্ধে ১৫০ জন সদস্য ও ৯৫ জন বেসামরিকের প্রাণহানি হয়।   

জাতিসংঘ বিবৃতিতে জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে আত্মঘাতি হামলা ও বিভিন্ন সংঘর্ষে ১ হাজার ৬শ’- এর বেশি বেসামরিক প্রাণ হারান।  
 
এর আগে ঈদুল-ফিতর উপলক্ষে তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলো দেশটির সরকার।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।