ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে ২০ কোটি ডলারের মার্কিন অর্থ সহায়তা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
ফিলিস্তিনে ২০ কোটি ডলারের মার্কিন অর্থ সহায়তা বাতিল ফিলিস্তিনে অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

ঢাকা: ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে ২০ কোটি ডলারেরও বেশি অংকের অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। 

শুক্রবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।  

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় আগ্রহ অনুযায়ী তহবিলের ব্যয় নিশ্চিত করতে বিভিন্ন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

খবরে বলা হয়, ইতোমধ্যে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের সাড়ে ছয় কোটি অর্থ সহায়তা প্রত্যাহার করেছে মার্কিন প্রশাসন।  

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে ফিলিস্তিনের সঙ্গে দেশটির সম্পর্ক ভালো যাচ্ছে না। গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন প্রশাসন। এরপর দেশ দু’টির সম্পর্কের আরও অবনতি হয়।   

ফিলিস্তিনিরাও মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন, শান্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে পারেনি। শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ায় তাদের সন্দেহজনক যোগাযোগ বিষয়টিকে আরও বিতর্কিত করেছে।  

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, পর্যালোচনার পর এ অর্থ সহায়তা অন্য কোথাও ব্যয় করা হবে।  

তবে এ অর্থ কোথায় ব্যয় করা হবে এ সংক্রান্ত কোনো তথ্য জানায়নি মার্কিন প্রশাসন।  

ফিলিস্তিনিরা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থ সহায়তা বাতিলের ফলে এ অঞ্চলের নাগরিকদের প্রাত্যহিক জীবন আরও কঠিন হয়ে উঠবে।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।