ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নানগাগবা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নানগাগবা  এমারসন নানগাগবা

ঢাকা: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন নানগাগবা। দেশটির নির্বাচন নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই শপথ নিলেন তিনি। 

রোববার (২৬ আগস্ট) দেশটির জাতীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে (নানগাগবা) শপথ পাঠ করান দেশটির প্রধান বিচারপতি লুকে মালাবা।

এর আগে দেশটির প্রধান বিরোধী নেতা নেলসন চামিসা জুলাইয়ের ৩০ তারিখে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ করেন।

পরে গত শুক্রবার (২৪ আগস্ট) জিম্বাবুয়ের সাংবিধানিক আদালত নানগাগবাকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।  

নানগাগবার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজধানীর বাইরের হাজারও মানুষ হারারেতে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে সমবেত হন। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের নেতারাও ।  

গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে নানগাগবার দল ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পায়। অপরদিকে প্রধান বিরোধী নেতা নেলসন চামিসার দল ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট পায়।

দেশটিতে ৩৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন ৯৪ বছর বয়সী রবার্ট মুগাবে। এরপর সামরিক বাহিনীর হস্তক্ষেপে ২০১৭ সালের নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তার পদত্যাগের পর দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব বর্তায় ৭৫ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবার ওপর। গণতন্ত্রের পথে নির্বাচনে জয়ী হয়ে নানগাগবাই ফের জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।