বুধবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ডলারের বিপরীতে রুপির মূল্য ৪২ পয়সা কমে এখন ৭০ দশমিক ৫২ রুপিতে নেমে এসেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে আমদানিকারকদের মার্কিন মুদ্রার ব্যাপক চাহিদা থাকায় রুপির দরপতনে প্রভাব ফেলেছে।
বলা হচ্ছে, আন্তঃব্যাংক বৈদেশিক বিনিময় বাজারে ডলারের বিপরীতে মুদ্রামান ৭০ দশমিক ৩২ রুপিতে লেনদেন শুরু হয়। এর আগে এর মান ছিলো ৭০ দশমিক ১০ রুপি। এদিন ৪২ পয়সা কমে ডলারের বিপরীতে রুপির মুদ্রামান হয় ৭০ দশমিক ৫২ রুপি।
অনেকেই বলছেন, এশিয়ার বাণিজ্যে অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়।
এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-দ্বৈরথও ভারতীয় মুদ্রার দরপতনের কারণ হতে পারে।
বলা হচ্ছে, বিশ্ববাজারে হঠাৎ করে বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ার কারণেও রুপিতে এর প্রভাব পড়েছে। এই প্রেক্ষিতে গত প্রায় পাঁচ বছরে ভারতীয় রুপির বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে ১৮০০ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এএইচ