ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাফটা চুক্তিতে কানাডার দরকার নেই: ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
নাফটা চুক্তিতে কানাডার দরকার নেই: ট্রাম্প  ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: উত্তর আমেরিকার বাণিজ্য বিষয়ক চুক্তি নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টে (নাফটা) কানাডাকে রাখার দরকার নেই বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মার্কিন কংগ্রেসকে বাণিজ্য চুক্তিটির বিষয়ে মাথা না ঘামানোর কথাও বলেছেন ট্রাম্প। অন্যথায় ত্রিদেশীয় বাণিজ্য চুক্তিটি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। 

রোববার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, শনিবার (১ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন ট্রাম্প।

 

টুইট বার্তায় ট্রাম্প লেখেন, নতুন নাফটা চুক্তিতে কানাডাকে রাখার কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের জন্য কয়েক দশক পরেও যদি ভালো একটি চুক্তি না হয়, তবে কানাডাকে বাদ দেওয়া হবে।  

তিনি আরও বলেন, কংগ্রেসের এ চুক্তির বিষয়ে মাথা ঘামানো উচিৎ নয়। অন্যথায় আমি পুরোপুরিভাবে নাফটা চুক্তি বাতিল করে দেবো।       

এদিকে শুক্রবার (৩১ আগস্ট) মেক্সিকোর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তির ব্যাপারে নিজের ইচ্ছার কথা কংগ্রেসকে জানিয়েছেন ট্রাম্প। এদিন বাদানুবাদের পর নাফটা পুনর্গঠনে কানাডার সঙ্গে কোনো চুক্তিই করেনি যুক্তরাষ্ট্র। এর আগের সোমবার মেক্সিকোর সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প।  

তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সতর্ক করে বলেন, মেক্সিকোর সঙ্গে চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদন পেতে বিবাদ হতে পারে, যদি কানাডা চুক্তিতে অর্ন্তভুক্ত না হয়। তারা বলেন, মেক্সিকোর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি পাসের জন্য ডেমোক্রাটদের সহযোগিতাও প্রয়োজন।  

এর আগে নাফটা পুনর্গঠনে যৌথ আলোচনায় কানাডা অংশ না নিলে দেশটির তৈরি গাড়ির ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প।  

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ত্রিদেশীয় মুক্ত বাণিজ্য চুক্তি নাফটা। ১৯৯৪ সাল থেকে চুক্তিটি কার্যকর হয়।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।