ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পঞ্চম বৃহৎ পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
পঞ্চম বৃহৎ পরমাণু শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান! পাকিস্তানের কাছে এখন পরমাণু অস্ত্র রয়েছে ১৪০-১৫০টি

ঢাকা: আগামী ৬-৭ বছরের মধ্যেই বিশ্বের পঞ্চম বৃহৎ পরমাণু শক্তিধর দেশ হতে যাচ্ছে পাকিস্তান। দেশটির কাছে এখন পরমাণু অস্ত্র রয়েছে ১৪০-১৫০টি। তাদের পরমাণু উন্নয়ন কার্যক্রম বর্তমান গতিতে চলতে থাকলে ২০২৫ সাল নাগাদ এ অস্ত্রের সংখ্যা দাঁড়াবে ২২০ থেকে ২৫০টি। 

নিজেদের সমীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে ৫০১টি সংগঠনের জোট যুক্তরাষ্ট্রভিত্তিক ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস)। তাদের প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার (৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

পাকিস্তানের পরমাণু অস্ত্র সংখ্যা নিয়ে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালে দেশটির হাতে ৬০-৮০টি পারমাণবিক অস্ত্র থাকবে। কিন্তু তাদের সে আভাস ছাড়িয়ে পাকিস্তানের বর্তমান পরমাণু অস্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ থেকে ১৫০টি।  

‘পাকিস্তানি নিউক্লিয়ার ফোর্সেস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এফএএস’র বিজ্ঞানী হ্যান্স এম ক্রিসটেনসেন, রবার্ট এস নররিস ও জুলিয়া ডায়মন্ড বলেন, ‘আমাদের অনুমান, বর্তমান গতিতে কার্যক্রম চলতে থাকলে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র মজুদ ২২০ থেকে ২৫০ এর বেশি হবে। তাহলে ২০২৫ সালে বিশ্বের পঞ্চম বৃহৎ পরমাণু শক্তিধর দেশ হয়ে যবে পাকিস্তান। ’

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দশকে পাকিস্তানের পরমাণু নিরাপত্তা নিয়ে মার্কিন পর্যবেক্ষণ আত্মবিশ্বাস থেকে উদ্বেগে পরিণত হচ্ছে। চারটি প্লুটোনিয়াম উৎপাদন রি-অ্যাক্টরসহ ইউরেনিয়াম সক্ষমতা ক্রমেই বাড়ছে বিধায় আগামী দশ বছরে দেশটির মজুদ বাড়বেই।  

এফএএস’র প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীর ঘাঁটিতে বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে পারমাণবিক শক্তির এ তথ্য বের করে আনা হয়েছে।  

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র আছে ৬ হাজার ৮শ', রাশিয়ার ৭ হাজার, ফ্রান্সের ৩শ', যুক্তরাজ্যের ২১৫, চীনের ২৭০, ভারতের ১৩০, পাকিস্তানের ১৪০, ইসরায়েলের ৮০, আর উত্তর কোরিয়ার আছে ২০টি

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।