ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১ চীনে কয়লা খনি ধসে নিহত ২১

চীনের উত্তর-পশ্চিমে শানশি প্রদেশের একটি কয়লা খনির ছাদ ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। 

শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া জানায়, দুর্ঘটনার সময় সেখানে ৮৭ জন কর্মী ছিলেন।

তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা আটকা পড়েন।

উদ্ধার অভিযান চলাকালে প্রথমে আটকা পড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যু কথা নিশ্চিত করা হয়। পরে নিখোঁজ দুইজনকেও মৃত অবস্থায় পাওয়া যায়।   

চীনের কয়লা খনিতে এ ধরনের প্রাণঘাতি দুর্ঘটনা নতুন নয়। আর এজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবকেই দায়ী করছেন অনেকে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।