ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প

ঢাকা: ঘন ঘন ভূমিকম্প আঘাত হানছে দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায়। এতে প্রাণহানিও ঘটছে ব্যাপক। দেশটিতে এবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলের দ্বীপ সুমবাওয়ায় ৬ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ইন্দোনেশিয়ার রাবা শহর থেকে ১৪৩ মাইল দক্ষিণে ১৬ মাইল গভীরতায় ভূমিকম্পটির আঘাত ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবার তথ্য অনুযায়ী, একই এলাকায় গত মঙ্গলবারেও ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও কোনো ক্ষতি বা সতর্কতা জারি করা হয়নি।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে ৪০০ এর চেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটে। আর আহত হন আরও শত শত লোক।

ইন্দোনেশিয়ায় বড় মাত্রার ভূমিকম্প বা সুনামি নতুন নয়। প্রায়ই দেশের উপকূলীয় এলাকা দিয়ে বয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর এতে হাজার হাজার মানুষের প্রাণহানিসহ বড় ধরনের ক্ষতি হচ্ছে। কয়েক মাস আগেও দেশটির সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্টি হয় সুনামির। যাতে প্রাণ গিয়েছিল প্রায় এক হাজার ২০০ মানুষের।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।