ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বড় জয়ে মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৯
বড় জয়ে মোদীকে অভিনন্দন জানালেন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছবি: সংগৃহীত

ঢাকা: ১৭তম লোকসভা নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ক্ষমতাসীন দল বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ মে) মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুই দেশের মধ্যে ভালো কাজের আরও গভীর সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে তিনি মোদীকে অভিনন্দন জানান।

এতে তিনি বলেন, বড় ধরনের জয়ের জন্য নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপিকে অভিনন্দন।

সম্প্রতি দু’দেশের দুই নেতার মধ্যে অনেক ভালো কাজ হলেও একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল রাশিয়ার ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম’ কেনা চুক্তি নিয়ে। তারপরও ট্রাম্প এই শুভক্ষণে এসে মোদীকে বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার ফিরে আসার ওপর যুক্তরাষ্ট্র এবং ভারতের একসঙ্গে কিছু ভালো কাজ করার বাকি রয়ে গিয়েছিল। আমি এখন তার সঙ্গে এসব গুরুত্বপূর্ণ কাজ করতে আগ্রহী।

ভোটগ্রহণসহ প্রায় দুই মাসের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৮টায় গণনা শুরু হলে কিছুক্ষণ পরই দেখা যায় বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বড় ধরনের একটি জয়ের পথে হাঁটছে। বিষয়টি যখন স্পষ্ট হতে থাকে, তখনই দল, জোট এবং নরেন্দ্র মোদীকে বিশ্বনেতাদের অভিনন্দন জানানো শুরু হয়ে যায়। প্রায় সবার শেষে এসে অভিনন্দন জানান ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন
** ২৯ মে ফের প্রধানমন্ত্রীর শপথ নেবেন মোদী
** শরীরের প্রতিটি কোষ জাতির জন্য: মোদী
** ভোট গণনার মধ্যেই কংগ্রেস নেতার মৃত্যু
** নির্বাচনে ভরাডুবি: রাহুলের নেতৃত্ব প্রশ্নের মুখে!
** আবারও ভারতই জিতলো: মোদী
** ‘সাবাশ বন্ধু’ বলে মোদীকে অভিনন্দন নেতানিয়াহুর
** নির্বাচনে ‘বিজয়ীদের’ অভিনন্দন মমতার
** নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি, সমর্থকদের উল্লাস
** বিশাল জয়ের পথে মোদীর বিজেপি
** ‘দিদি’র বাংলায় মোদীর হাসি
** ‘বিশাল জয়ে’ মোদীকে সুষমা স্বরাজের অভিনন্দন
** দিল্লিতে তালাবদ্ধ রাহুল গান্ধীর অফিস
** জয় উদযাপনে ২০ হাজার কর্মীকে কার্যালয়ে ডাকলো বিজেপি
** আমেথিতে পিছিয়ে রাহুল গান্ধী
** ‘দিদি’র বাংলায় মোদীর হাসি
** বুথফেরত জরিপই সত্য হচ্ছে?
** জয় উদযাপনে বিজেপির লাড্ডু কেক
** ভারতে চলছে নির্বাচনের ভোট গণনা
** আগামী ৫ বছর কারা চালাবে ভারত?
** ‘ভুয়া জরিপে’ নিরাশ হবেন না, সমর্থকদের বললেন রাহুল

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ২৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।