ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যাদের হাতে ভারতের অর্থ-স্বরাষ্ট্র-পররাষ্ট্র-প্রতিরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ৩১, ২০১৯
যাদের হাতে ভারতের অর্থ-স্বরাষ্ট্র-পররাষ্ট্র-প্রতিরক্ষা অমিত শাহ ও নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

ঢাকা: টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (৩০ মে) তার সঙ্গে শপথ নিয়েছেন আরো ৫৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

মোদীর নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক হিসেবে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ নেতা যে বড় কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা আগেই অনুমান করা গেছিল।

কার্যত হলোও সেটাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবার পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।  

গত মন্ত্রিসভায় অর্থ মন্ত্রলায়ের দায়িত্ব পালন করেছেন অরুণ জেটলি। এবার শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনে লড়েননি, অনীহা জানান মন্ত্রিত্ব নিতেও। আলোচনা ছিল, কে পাচ্ছেন দেশের অর্থকোষের দায়িত্ব। নানা জল্পনা-কল্পনা শেষে এ মন্ত্রণালয়সহ করপোরেট বিষয় মন্ত্রণালয়ের গুরুভার গেছে নির্মলা সীতারমণের কাঁধে।

এতদিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা ড. এস জয়শঙ্কর এবার হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী হয়েছেন নীতিন গড়করি। এর সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

পারমাণবিক শক্তি ও মহাকাশ মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নির্বাচনে চমক দেখানো ‘জায়ান্ট কিলার’ খ্যাত স্মৃতি ইরানি পেয়েছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব।

ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে রামবিলাস পাসওয়ানের কাছে।

প্রকাশ জাভরেকর হয়েছেন নতুন তথ্য ও প্রচার মন্ত্রী।

বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি ভবনে এক জাঁকজমক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের উপস্থিতিতে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়।  

মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে ৫৪ জনই বিজেপি সদস্য। শিরোমণি আকালি দল, লোক জনশক্তি পার্টি ও শিবসেনার একজন করে জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। এছাড়া একজন রয়েছেন রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া আঠাওয়াল থেকেও।  

নরেন্দ্র মোদীর মন্ত্রিপরিষদের ২৪ মন্ত্রী হলেন- অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমণ, রামবিলাস পাসওয়ান, নরেন্দ্র সিং তোমার, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কাউর বাদল, ড. এস জয়শঙ্কর, রমেশ নিশাঙ্ক পোখরিয়াল, থাওয়ার চন্দ গেহলত, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, ড. হর্ষ বর্ধন, প্রকাশ জাভরেকর, পীযুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুখতর আব্বাস নকভি, প্রহ্লাদ জোশি, ড. মহেন্দ্র নাথ পান্ডে, অরবিন্দ সাওয়ান্ত, গিরিরাজ সিং ও গজেন্দ্র সিং সেখাওয়াত।  

প্রতিমন্ত্রী হিসেবে মোদীর সহযোগীরা হলেন- সন্তোষ গঙ্গওয়ার, রাও ইন্দ্রজিত সিং, শ্রীপদ নায়ক, জিতেন্দ্র সিং, কিরণ রিজু, প্রহ্লাদ সিং প্যাটেল, আর কে সিং, হরদীপ সিং পুরি, মনসুখ মান্ডভিয়া, ফগ্গন সিং কুলসতে, অশ্বিনী চৌবে, জেনারেল ভি কে সিং, কিষণ পাল গুজ্জর, দানভে রাওসাহেব দাদারো, জি কিষণ রেড্ডি, পারষোত্তম রূপালা, রামদাস আঠাওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব কুমার বলিয়ান, ধোত্রে সঞ্জয় শামরাও, অনুরাগ সিং ঠাকুর, অঙ্গদি সুরেশ চান্নাবসাপ্পা, নিত্যানন্দ রাই, ভি মুরলীধরণ, রেনুকা সিং সরুতা, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপ চন্দ্র সারঙ্গি, কৈলাস চৌধুরী, দেবশ্রী চৌধুরী, অর্জুন রাম মেঘওয়াল ও রত্তন লাল কাটারিয়া।

রাজ্যবর্ধন রাঠোর, উমা ভারতী, জয়ন্ত সিনহাসহ মোট ৩৭ জন গত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন।

আরও পড়ুন
** মোদীর মন্ত্রিসভায় ৫৮ জন
** দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর গদিতে মোদী
** বাংলায় শপথ নেবেন দেবশ্রী

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।