ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেকাব নিষিদ্ধ করলো তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
নেকাব নিষিদ্ধ করলো তিউনিসিয়া প্রতীকী ছবি

নিরাপত্তার স্বার্থে পাবলিক প্রতিষ্ঠানে পুরো মুখ ঢেকে নেকাব পরা নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া।

দেশটির প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ শুক্রবার (৫ জুলাই) এ ঘোষণা দেন। চাহেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বা প্রশাসনিক ভবন ও প্রতিষ্ঠানে নেকাব পরে শুধু চোখ বের করে মুখের বাকি অংশ ঢেকে কারো প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এ সিদ্ধান্ত কর্মী-দর্শনার্থী সবার জন্য প্রযোজ্য।

তিউনিসিয়ার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।  

গত ২৭ জুন দেশটির রাজধানী শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। ওই হামলাকারী নেকাব পরা ছিল জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

২০১১ সাল পর্যন্ত তিউনিসিয়ায় হিজাব, নেকাব, মাথার স্কার্ফ সবই নিষিদ্ধ ছিল। দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সরকারে প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলীর পতনের পর ফের নেকাব পরার অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।