ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগ্রায় বাস খাদে পড়ে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
আগ্রায় বাস খাদে পড়ে নিহত ২৯ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের আগ্রায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।

সোমবার (৮ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি লখনউ থেকে দিল্লি যাওয়ার পথে আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি প্রায় ১৫ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, স্লিপার কোচের এ বাসটির চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯/আপডেট: ০৯৩০ ঘণ্টা
আরএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।