ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৫ বোমা হামলায় আহত একজন চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের নানগারহার প্রদেশে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (১২ জুলাই) পাকিস্তান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের প্রদেশটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের ঐতিহাসিক বৈঠকের পর এ হামলার ঘটনা ঘটলো।

তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। আর শুক্রবারের হামলার পেছনে তালেবানরা জড়িত বলে দেশটির এক পুলিশ কর্মকর্তা সন্দেহ করছেন।

ফয়েজ মুহাম্মদ বাবরখীল নামের এ পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ছিলেন সরকারপন্থি সেনা কমান্ডার মালিক তূর। বিয়ের আয়োজন করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে তাকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।

নানগাহার প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এক বিবৃতিতে জানান, সকাল ৮টার দিকে বিয়ের অনুষ্ঠানে ১৩ বছর বয়সী এক শিশু আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটায়।

নানগাহার প্রদেশের আঞ্চলিক হাসপাতালের মুখপাত্র জহির আদিল বলেন, দুটি মরদেহ এবং ১১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।