ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারিকেন ‘ব্যারি’: লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
হারিকেন ‘ব্যারি’: লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি উপগ্রহে হারিকেন ব্যারির সম্ভাব্য গতিপথ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লুইজিয়ানার দিকে ধেয়ে যাচ্ছে মৌসুমি ঝড় ‘ব্যারি’। হারিকেনের শক্তি নিয়ে ঝড়টি স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) দিনগত মধ্যরাতে অথবা শনিবার (১৩ জুলাই) প্রথম প্রহরে আঘাত হানবে। এতে প্রবল বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ঝড়ের তীব্রতায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছে ট্রাম্প প্রশাসন। উপকূলীয় এলাকা থেকে অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সার্বিক পরিস্থিতি তদারকি করছে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

আবহাওয়াবিদরা ধারণা করছেন, শুক্রবার রাত অথবা শনিবার প্রথম প্রহরে লুইজিয়ান আঘাত হানবে হারিকেন ‘ব্যারি’। সঙ্গে প্রবল বর্ষণে তৈরি হবে বন্যা পরিস্থিতি। এরইমধ্যে বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় পানি জমতে শুরু করেছে। ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক কেন গ্রাহাম জানিয়েছেন, ঝড়ের প্রভাবে লুইজিয়ানায় ৬৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

চলতি মৌসুমে নাম পাওয়া দ্বিতীয় সামুদ্রিক ঝড় ‘ব্যারি’, যা মূলত এ বছর আটলান্টিকে সৃষ্ট ভূখণ্ডে আঘাত হানতে যাওয়া প্রথম ঝড়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।