ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড্ডয়নকালে প্লেনের পাখায় লাফিয়ে উঠলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
উড্ডয়নকালে প্লেনের পাখায় লাফিয়ে উঠলেন তিনি প্লেনের পাখায় লাফিয়ে ওঠেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

ঢাকা: রানওয়ে ছেড়ে উড়ালের জন্য প্রস্তুত প্লেন, ইঞ্জিন চালুও করেছেন পাইলট। এমন সময় কোনো কিছুর তোয়াক্কা না করে হনহন করে হেঁটে এসে বিমানের পাখায় লাফ মেরে উঠলেন এক ব্যক্তি! ভাবুন তো একবার অবস্থাটা!

ঠিক এ ঘটনাই ঘটেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার লাগোস শহরের একটি বিমানবন্দরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, শুক্রবার (১৯ জুলাই) সকালে শহরের মুর্তালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

 

আজমান এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তিকে রানওয়ে পেরিয়ে এগিয়ে আসতে দেখে প্লেনের গতি কমিয়ে দেন পাইলট। কিন্তু লোকটি প্লেনের চারপাশে এলোমেলো ঘুরতে থাকলে ইঞ্জিন বন্ধ করে দেন তিনি।

একপর্যায়ে ওই ব্যক্তি প্লেনের পাখায় লাফিয়ে ওঠেন ও কেবিনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।  

এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি প্লেনের পাখার ওপর ঘোরাঘুরি করছেন। এসময় আতঙ্কিত যাত্রীরা ক্রুদের কাছে বহির্গমন দরজা খুলে দিতে অনুরোধ জানান।  

বিষয়টি দ্রুত রানওয়ে কর্মীদের জানান পাইলট। পরে, ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।  

এ ঘটনায় ফ্লাইটটির খুব বেশি দেরি না হলেও, নিরাপত্তার খাতিরে সব যাত্রী নামিয়ে দ্বিতীয় দফা তল্লাশি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।