ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় নৌযান ডুবে দেড় শতাধিক প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
লিবিয়ায় নৌযান ডুবে দেড় শতাধিক প্রাণহানির আশঙ্কা উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশী, ছবি: সংগৃহিত

লিবিয়া উপকূলে নৌযান ডুবে দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ ও ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে।আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস বন্দর থেকে অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগরে নৌযানটি যাত্রা শুরু করে।

পরে নৌযানটি ৩ শতাধিক অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায়। এ সময় কোস্টাগার্ড ১৫০ জনকে উদ্ধার করে।

এ বছর ভূমধ্যসাগরে এ ঘটনা ভয়াবহ দুর্ঘটনা বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের মে মাসে তিউনিসিয়া উপকূলে নৌযান ডুবে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারায়।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।