ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলায় বাধা দূর ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলায় বাধা দূর ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আড়াই বিলিয়ন ডলার খরচের অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার (২৬ জুলাই) কোর্ট এ অনুমতি দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ক্যালিফোর্নিয়ার আদালতের একটি রুলের কারণে এ খাতে ট্রাম্পের অর্থ খরচে এতোদিন বাধা ছিল।

প্রাচীরটি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে আলাদা করবে। এটি ছিল ২০১৬ সালে ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

যদিও ডেমোক্র্যাটরা প্রথম থেকে বিষয়টির তীব্র বিরোধিতা করে আসছে।

সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের ফলে আড়াই বিলিয়ন মার্কিন ডলার ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকো প্রকল্পে ব্যবহারে আর কোনো বাধা থাকলো না। দেশটির প্রতিরক্ষা খাত থেকে এ অর্থ দেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন আদালত।

ক্যালিফোর্নিয়ায় আদালত সেসময় যুক্তি দিয়েছিলেন, কংগ্রেস বিশেষভাবে দেয়ালটি নির্মাণের জন্য তহবিল ব্যবহারের অনুমতি দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প চলতি বছরের প্রথমে একটি জরুরি ঘোষণায় বলেছিলেন, তার ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রয়োজন প্রাচীর নির্মাণের জন্য যেটা জাতীয় নিরাপত্তার জন্য জরুরি।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।